প্রধান মেনু

শুভ বাংলা নববর্ষঃ ১৪২৪

আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা পজ্ঞিকার প্রথম মাস,বৈশাখের ১ তারিখ বাংলা সনের প্রথম দিন,বাংলা নববর্ষ। এই দিনটিকে বাংলাদেশ ও ভারত নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালন করে থাকে । বাঙলিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত, বাংলা একাডেমী কতৃক নিধারিত আধুনিক পজ্ঞিকা অনুসারে এই দিনটি নিদৃষ্ট করা হয়েছে এবং সরকারি ছুটির দিন হিসাবে গৃহিত হয় ।সম্রাট আকবরের সময় কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়,তখন সবাইকে চৈএ মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা,মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত,পর দিন পহেলা বৈশাখ জমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টন্ন দ্বারা আপ্যায়ন করত এবং এ উপল্যক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত । এই উৎসবটি একটি সামাজিক অনুষ্টানে পরিনত হয়, যার রুপ পরিবর্ত হয়ে বর্তমানে এ পর্যায়ে এসেছে , প্রকৃত পক্ষে হাল খাতা হল বাংলা সনের প্রথম দিন দোকান পাটের হিসাব আনুষ্টানিকভাবে হাল নাগাত কারর প্রকৃয়া,সকাল স্থানেই পুরনো বছরের হিসাবের খাতা বন্দ করে নতুন হিসাব খোলা হয় । হাল খাতার দিন দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকত । এই প্রথাটি তখন থেকে আজ পর্যন্ত প্রচলিত আছে । তারি ধারাবাহিকতায় এবারের ১ লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার প্রতিবাধ্য বিষয় অন্ধকারকে পিছনে ফেলে আলোর দিকে অগ্রসর হওয়া।
নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। চৈএ মাসের শেষ দিনে বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। মাছে ভাতে বাঙ্গালী তাই বৈশাখী উৎসবের একটি অংশ ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে। গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে ওঠে, নতুন জামাকাপড় পরে এবং আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যায়। কয়েকটি গ্রামের মিলিত হয়ে কোন খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলা মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর দোকান, নানারকম পিঠার আয়োজন করা হয় । এই দিনটির পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার যেমন নৌকাবাইচ, লাঠি খেলা, ঘুড়ি উরানো সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করেন।
রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের সূর্যকে আহবান জানান। । পহেলা বৈশাখ সূর্যোদয়ের পর পর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহবান জানান।