প্রধান মেনু

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে টেলিভিশন ও পত্রিকাতে কর্মরত সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ এর মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান টিপু, যুগ্ম-সাধারন সম্পাদক খুরশিদ মোহাম্মদ সালেহ, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীমসহ ঝিনাইদহ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগণ।

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতিদ্বয় মিজানুর রহমান ও এম.রায়হান বলেন, উপজেলার সকল হাটবাজের খাজনা আদায়ের তালিকা বিলবোর্ডের মাধ্যমে প্রত্যেক বাজারে টাঙ্গানো। হাটবাজারের উন্নয়ন, রাতে যাতে ব্যবসায়ীদের ব্যবসা করতে কোন অসুবিধা নাহয় তার জন্য সোলার বাতি স্থাপন। নদী দখল মুক্ত করা, গ্রাম অঞ্চলের রাস্তা নির্মান করা, স্কুল ও কলেজে শতভাগ উপস্থিতির হার বাড়ানো, বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয়ে পরমর্শ প্রদান করেন। এছাড়াও শামীমুল ইসলাম শামীম বলেন, আদিবাসী বন্যা সমবায় সমিতির অনিয়মের কথা তুলে ধরে ও তার সমস্যা সমাধানের দাবী জানান। এ সময় নতুন যোগদানকৃত নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ উপজেলার শিক্ষা, সাস্থ, হাটবাজারসহ সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।