বিশ্ব পরিবেশ দিবস পালিত
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিশ্ব পরিবেশ দিবস’ ২০১৭ পালিত হয়েছে। এউপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে ‘‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’’ শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অন্যান্যদের মাঝে এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘প্রাণের স্পদনে, প্রকৃতির বন্ধনে’’ এর ওপর বক্তব্য রাখেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) মোঃ সরোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালালউদ্দিন, সমাজ সেবা অফিসার মোঃ আরিফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিসার মোঃ বুলবুল আহম্মেদ প্রমুখ।
সংযুক্ত – বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
(মোঃ মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)