প্রধান মেনু

প্রায় দুই মাস যাবত ত্রান বিতরণ করছেন আবু সায়েম শাহিন

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দিনের পর দিন এর সনাক্ত সংখ্যা, সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন পরিস্থিতিতে প্রান্তিক মানুষেরা রয়েছে বিপদসীমার ভিতরে। এর উপরে খাদ্য অভাবে জর্জরিত তারা। তবে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় রাজধানীতে যে ক’জন মানুষ নিজ থেকে দান করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম আলহাজ্ব আবু সায়েম শাহিন।

জাতীয় গোয়েন্দা সংবাদ এর অনুসন্ধানে জানা গেছে, এই আলহাজ্ব আবু সায়েম শাহিন বেশ ক’বারের সফল কমিশনার সাঈদ বেপারীর ছেলে। বর্তমান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। তরুণ এই আওয়ামী লীগ নেতা ক্রীড়া সংগঠকসহ সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন দীর্ঘদিন থেকে। জাতীয় গোয়েন্দা সংবাদ এর অনুসন্ধানে আরো জানা গেছে, দীর্ঘ প্রায় দুই মাস থেকে তিনি প্রায় ২৫ হাজার পরিবারের মাঝে নিয়মিতভাবে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে আসছেন। যা অত্র এলাকা সহ রাজধানীজুড়ে ইতিমধ্যে সবার মাঝে ইতিবাচক ধারণা তৈরি করেছে।

অনুসন্ধানে আরো জানা গেছে, নির্দিষ্ট কোন এলাকায় নয় বরং বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে দুর্দশাগ্রস্ত ব্যক্তি বা তার পক্ষে যে কেউ, “মানুষ মানুষের পাশে” একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে অথবা যেকোন ভাবে এই আবু সায়েম শাহিনকে জানালেই তিনি সাড়া দিচ্ছেন সেই দুর্দশাগ্রস্থ মানুষের ডাকে। সাথে সাথেই তার এক ঝাঁক উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবী এর মাধ্যমে ত্রান পৌঁছে দিয়ে আসছেন সেই ঠিকানায়। এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে মানবতার এক প্রকৃত প্রমান হিসাবে প্রতিয়মান হয়। যা স্বার্থপরতার এই যুগে মানবিকতার এক উজ্জ্বল নক্ষত্র।