প্রধান মেনু

বার্সার কাছে হেরেও অনুশোচনা নেই জিদানের

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গতকাল বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারলেও অনুশোচনা নেই রিয়াল মাদ্রিদ কোচ স্টার কোচ জিনেদিন জিদানের। বার্সার পক্ষে লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও অ্যালেক্স ভিদাল একটি করে গোল করেন। সেই সুবাদে বার্সার থেকে পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে জিদানের দল রিয়াল।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এমন হারের পর জিদান বলেন, আমি এখানে এসেছি একটি সিদ্ধান্ত নিতে। আমরা যদি প্রথমার্ধে গোল করতে পারতাম তবে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। আমি দায় নিচ্ছি। অনেকে মনে করছেন লা লিগা ধুলোয় মিশে গেছে। কিন্তু আমি তেমনটি মনে করি না।জিদান রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন দলকে। আর গত মৌসুমে জিতেছেন লা লিগা শিরোপা।

কিন্তু চলতি মৌসুমে দলটি এখন আছে পয়েন্ট টেবিলের চারে। পরবর্তী মিশন সম্পর্কে রোনালদো বলেন, আমরা এখন এক সপ্তাহ সময় পাচ্ছি বিশ্রামের জন্য। আশা করছি এর চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসব। এভাবে হারটা আমাদের প্রাপ্য না। কিন্তু ফুটবলে এটা কখনো কখনো হয়ে থাকে। আমরা খুব খারাপ অবস্থানে নেই। ফুটবল অনেক দ্রুতই পরিবর্তন হয়।