প্রধান মেনু

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম মুলতুবি বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ধসঢ়; বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সিমিন হোসেন রিমি অংশগ্রহণ করেন। বৈঠকে তৃণমূল পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, জাতির পিতার রাজনৈতিক জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের সুপারিশ করা হয়। কমিটি নতুন প্রজন্মের কাছে দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ ও তার ব্যাপক প্রচারের সুপারিশ করে।

বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রমের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ভারপ্রাপ্ত তথ্য সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।