প্রধান মেনু

খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় দিবস পালিত।

 নিজস্ব প্রতিনিধি ঃ সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি এ শ্লোগানকে সামনে রেখে গত রোববার (২৫ নভেম্বর) সারা দেশের ন্যায় খোকসা উপজেলা প্রশাসন সমবায় বিভাগ এর উদ্যোগে পালিত হলো সমবায় দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, জাতীয় পতাকা ও সমবয় পতাকা উত্তোলন করা হয়। শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কুষ্টিয়া খোকসা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সমবায় সমিতির কর্মকর্তা সাঈদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, খোকা থানা সেকেন্ড অফিসার মো:সোলাইমান, সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যূথী, প্রাণিসম্পদ কর্মকর্তা গনেশ চন্দ্র রায়, সমবায় সমিতির সরকারি অফিসার এনামুল হক, অনুষ্ঠানটি পরিচালনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, সহ ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানে সেরা বেশ কয়েকজন সমবায়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।