আল্লামা মোস্তফা আজাদ সাহেবের শারিরীক অবস্থার অবনতি
প্রখ্যাত আলেমে দ্বীন বাংলার সিংহ পুরুষ আরজাবাদ মাদরাসার সম্মানিত মোহতামীম আল্লামা মোস্তফা আজাদ সাহেব কে মুমূর্ষ অবস্থায় রাজধানীর কলাবাগান অরিয়ন হাসপাতালের ‘ICU’ তে ভর্তি করা হয়েছে৷হযরতের সুস্থতা কামনায় সবার নিকট বিশেষ দোয়ার আবেদন রইল।
(পরের খবর) ফরিদপুরে ডাকাতের গুলিতে ৩জন নিহত »












