প্রধান মেনু

দেশের উন্নয়ন কর্মকান্ডে সরকার আলেম সমাজকে আরো বেশি সম্পৃক্ত করতে চায় — ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের বিরাট সংখ্যক জনগোষ্ঠী মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। সরকার দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে আলেম সমাজকে আরো বেশি সম্পৃক্ত করতে চায়। তিনি আরো বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক ইসলামিক শিক্ষায় শিক্ষিত প্রবাসী রয়েছেন যারা খতিব, ইমাম, মুয়াজ্জিন, অনুবাদক, খাদেম হিসেবে সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, কুয়েত, কাতার-সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

গতকাল শনিবার আল-আইন শহরে সংযুক্ত আরব আমিরাতের আল-আইন প্রদেশের বিভিন্ন মসজিদের বাংলাদেশি ইমাম, খতিব এবং অন্যান্য পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশি ওলামা মাশায়েখগণের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার জায়গা দেওয়া-সহ মুসলমানদের উন্নয়নে তাঁর গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন ধর্ম প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ইমামরা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ওলামা মাশায়েখগণ বাংলাদেশের সব মসজিদে জুমার দিনে বিষয় নির্ধারণ করে একই খুতবা সারা দেশের মসজিদে প্রদান করা, সরকারি ব্যবস্থাপনায় কোরান তেলাওয়াতের বেতার চ্যানেল চালু করা, প্রবাসীদের কল্যাণে আমিরাত সরকারের সাথে যোগাযোগ বৃদ্ধি করে আরো বাংলাদেশি ইমাম আনার ব্যবস্থা করার প্রস্তাব করেন।

সংযুক্ত আরব আমিরাতের আল-আইন প্রদেশের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী পরিচালিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা মীর কামাল, মাওলানা নুরুল কবির, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা  আব্দুশ শহীদ, মাওলানা জহির উদ্দিন, মাওলানা আজিজুল্লাহ, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।