ফরিদপুরে ডাকাতের গুলিতে ৩জন নিহত
ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বেপারী ডাঙ্গী গ্রামে রেজাউল করিম হাওলাদারের বাড়ীতে গত বুধবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ডাকাত দলকে ঘেরাও করলে ডাকাতরা ৫/৬টি ককটেলের বিস্ফরন ঘটায় ও গুলি বর্ষন করে।
এ সময় ডাকাতের বন্ধুকের গুলিতে আঃ মালেক খাঁ (২৮) নামের এক যুবক নিহত হয় ও তারা মিয়া সেক (৫০) নামের এক ব্যক্তি আহত হয়। আহত তারা মিয়া সেক কে সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর সদরপুর থানার ওসি মো: হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে যায়। সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ঘটনা স্থল পরিদর্শন করেন।
এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ৩ টায় ১০/১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল পদ্মা নদী দিয়ে সীবোর্ড যোগে শয়তান খালী এলাকায় নেমে উক্ত রেজাউলের বাড়ীতে হানা দেয়। তাদের বাড়ী থেকে নগদ টাকা স্বর্নালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পিয়াজখালী শয়তান খালী ঘাট এলাকার উক্ত নিহত মালেক খানের বাড়ীর নিকট পৌছালে স্থানীয় জনতা ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় তারা জনগনের উপর গুলি বর্ষণ করলে মালেক খা ঘটনাস্থলে নিহত হয়। সম্প্রতি উক্ত এলাকায় ডাকাতরা ১২ টি গরু ডাকাতি করে নেয় ও ৩ বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে।
এলাকায় বর্তমানে ডাকাত আতংক বিরাজ করছে। ওপর দিকে চরভদ্রাসনের মৃধাডাঙ্গী সামসেল ফকিরের বাড়িতে গতকাল বুধবার অনুমানিক রাত ২ঘটিকায় ছেলে সুরহাব এর বিয়ের উনুষ্ঠান চলছিল, হঠাত ডাকাতের দল বাড়িতে হানাদিয়ে অস্ধেসঢ়;্রর মুখে বিয়ের গহ্ধসঢ়;না, বাড়িতে আসা মেহমান দের গহ্ধসঢ়;না সহ নগদ টাকা মোবাইল সহ মুল্যবান সামগ্রী নিয়ে যায় একই সাথে আলহাজমৃধার বাড়িতে ও ডাকাতি করে সবকিছু নিযে যায।আনুমানিক ৫০ ভূরি স্বর্ন,নগত ২লাক্ষ টাকা ।
জাবার সময় এলাকা বাশী পিছ ুনেয়, এসময় সেন্টু(৩২),সাজ্জাত (৩৫),আলামিন(২৮),স্ধসঢ়;প¦ন(২০) ডাকাতদের সামনে পরে গেলে ডাকাত দল তাদের উপর গুলি চালিয়ে ইষ্প্রিড বোট নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ৪ জনকে ফরিদপুর ৫শ বেড হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পযর্ন্ত সেন্টু ও আসলামকে মৃত ঘোষনা করা হয়েছে, আলামিনকে উন্নত চিকিৎস্যার জন্য ঢাকায় স্থান্নতর করা হয়েছে। বাড়ির মালিক সামসেল ফকির ফরিদপুর হাসপাতালে ভর্তি আছে। অতিরিক্ত পলিশ সুপার জামাল পাশা ও র্যাব -৮ ঘটনা স্থান পরির্দশন করেন ।
চরভদ্রাসন থানা পুলিশ ঘটনা স্থান করা নজরদারিতে রাখছেন। ছবি সংযুক্তঃ সদরপুর(ফরিদপুর)ঃ উপজেলার বেপারীডাঙ্গী গ্রামে ডাকাতের গুলিতে নিহত মালেক খাঁর লাশ নিয়ে স্বজনদের আহাজারী-
মোশাররফ হোসেন সদরপুর (ফরিদপুর)