প্রধান মেনু

ভিক্ষুক তালিকায় জেলা আওয়ামী লীগ নেতার স্ত্রী-মেয়েসহ ১৩ স্বজনের নাম

নিজস্ব প্রতিনিধি : ভিক্ষুক তালিকায়  স্ত্রী-মেয়েসহ ১৩ স্বজনের নাম ডিলারশীপ হারালেন ব্রাম্মনবাড়ীয়ার জেলা আওয়ামী লীগ নেতাশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওই নেতার নাম মো. শাহ আলম। বুধবার বিকেলে তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয় বলে জেলা ওএমএস কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানিয়েছেন।

আইনে সুযোগ না থাকায় এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। মো. শাহ আলম ব্রাহ্মণাবড়িয়া পৌরশহরের কাউতলী এলাকার ওএমএস-এর ডিলার ছিলেন।সূত্র: বিডিনিউজ২৪ জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে ওই বৈঠকে ৮৪ ধনী ব্যক্তি ও দ্বৈত নাম, এক পরিবারের একাধিক নাম এবং ঠিকানা খুঁজে না পাওয়া এমন আরও ৭ জনসহ মোট ৯১ জনের নাম ওএমএস বরাদ্দের কার্ডের তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।