বিএনপির পক্ষে তৃতীয়বারের মতো ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ
বিশেষ প্রতিনিধিঃ স্বার্থপর পৃথিবীতে যখন সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত। তখন কিছু মানুষ দল-মত-নির্বিশেষে করে যাচ্ছেন মানবতার জন্য।
জাতীয় গোয়েন্দা সংবাদ এর অনুসন্ধানে জানা গেছে, ঢাকা ১৩ আসনে মহামারী আসার পর থেকেই বিএনপির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর অর্থায়নে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা আব্দুস সালামের এই মহতী কার্যক্রম অত্র এলাকাতে বিএনপিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে বলে রাজনৈতিক বোদ্ধাদের অভিমত।
জাতীয় গোয়েন্দা সংবাদ এর অনুসন্ধানে আরও জানা গেছে, তৃতীয়বারের মতো ঢাকা ১৩ আসনের ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম উদ্যোগে ত্রান বিতরণ করা। এই ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপি নেতা জামাল হোসেন, ৩৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওসমান, ৩৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ৩৩নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ও কামাল সহ আরো অনেকে।