প্রধান মেনু

সাধ্যের সর্বোচ্চ দিয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় শেখ মানিক

বিশেষ প্রতিনিধিঃ অদৃশ্য এক ভাইরাস পুরো বিশ্বকে করে দিয়েছে লন্ডভন্ড। সমস্ত চিকিৎসাবিজ্ঞানীরা আজ অসহায়। আর এমন হওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ করে বাংলাদেশের হতদরিদ্র মানুষেরা রয়েছে নিদারুণ খাদ্য অভাবে।

এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ এর মাধ্যমে চেষ্টা করছেন কিছুটা হলেও এই দুর্দশা লাঘব করতে, সাথে তিনি আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের এগিয়ে আসতে।

জাতীয় গোয়েন্দা সংবাদ এমনই ভিত্তির উপর নির্ভর করে খোঁজ নিলে দেখা যায়- কিছু নেতাকর্মী শুধু নিজেকে শো অফ করার জন্য গরিব মানুষদেরকে পুঁজি করছে। দিচ্ছেন ১০ জনকে বলছেন ১০০০ জনের কথা। কখনোবা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা বিরক্তিকর লাইভে চলে আসছেন অথচ তারা বুঝছে না তাদের অবস্থান, তাদের বাস্তবতা।

জাতীয় গোয়েন্দা সংবাদ খোঁজ নিয়ে জানতে পেরেছে, এসব নেতারা নাকি এসব করে ভাইরাল হতে চাই। তবে সমাজের সচেতন মহলসহ সাধারণ মানুষরা এমন নের্তৃত্বকে দেখে ঘৃণার চোখে। সর্বসাধারণ সময়ের পরিক্রমায় এদের ছুড়ে ফেলে দিয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। যদিও এমন নেতারা আহাম্মকের মত রাস্তায় রাস্তায় ঘুরে। তাদের মাধ্যমে মানবতার কতটুকু উপকার হয় তা প্রশ্নসাপেক্ষ।

এর বিপরীতে কিছু মানুষ আছে যাদের সাধ থাকলেও সেরকম সাধ্য নেই কিন্তু সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পালন করতে। তারা আগুপিছু কিছু না ভেবে সব সময় পাগলের মত পালন করে মাননীয় প্রধানমন্ত্রী যেকোনো আদেশ। বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী এমনই একজন নেতা শেখ শফিউল আলম মানিক। যিনি বরাবরই আছেন দুঃখী মানুষের পাশে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো প্রলোভনে পড়ে কোন প্রতারণার আশ্রয় নেননি এই নেতা। ঐতিহ্যবাহী আওয়ামী রাজনীতি পরিবারের এই নেতা ইতিমধ্যে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত ১০ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি।

এদিকে এও জানা গেছে, আওয়ামী লীগের জন্য আরো বড় পরিসরে কাজ করার বাসনায় তিনি আগামী কাউন্সিলে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। এই নেতা করোনা আসার পর থেকে প্রতিদিনই কোনো না কোনোভাবে থাকছেন দুর্দশাগ্রস্থ মানুষের পাশে। কখনো রাতের অন্ধকারে অসহায় পথচারীদের বিতরণ করছেন সেহরি। কখনো নিজ হাতে খিচুড়ি রান্না করে দিচ্ছেন ইফতারি। কখনো চেষ্টা করছেন তার নিজ এলাকাকে করোনা মুক্ত করণে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অগ্রণী ভূমিকা। কখনোবা মানুষকে প্রদান করছেন করোনা প্রতিরোধের জন্য মাস্ক।

জাতীয় গোয়েন্দা সংবাদ এর অনুসন্ধিত্সু তদন্তের মাধ্যমে এমনই উঠে এসেছে।