চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) : চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনায় কর্মহীন ৫৬টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণসহ সর্বমোট ১১ কেজি খাদ্যদ্রব্য।
এছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অনুরূপ ১৬২টি প্যাকেটসহ জেলায় সর্বমোট ২১৮টি অসহায় পরিবারের মাঝে ২১৮ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক আজ করোনায় কর্মহীন হয়ে পড়া দর্জি, শীল ও থাই কার্পেন্টার পেশাজীবীর ৯৩ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিঁড়া ও ১ কেজি লবণ।