সাংবাদিক সংগঠনের ইভটিজিং, বাল্যবিয়ে মাদক ও জঙ্গী বিরোধী সভা এবং কম্বল বিতরণ

শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক সংগঠন মিডিয়া কর্ণারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, জঙ্গী বিরোধী সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে মিডিয়া কর্ণারের কার্যালয়ের সামনে কামারপুকুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পরিষদ সদস্য শামীম চৌধুরী, সৈয়দপুর থানা অফিসার্স ইনচার্জ আবুল হাসনাত খান, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ করিম মিষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল ইসলাম মিঠু, দৈনিক মানববার্তার বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন, সাংবাদিক মামুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মিডিয়া কর্ণারের ব্যুারো চীফ জয়নাল আবেদীন হিরো। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শাহজাহান আলী মনন।
এসময় স্কুল শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুই শতাধিক শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উল্লেখ যে, ২০১১ সালে মিডিয়া কর্ণার প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর অসহায় ও দুস্থদের মাঝে ২/৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়। এছাড়া মিডিয়া কর্ণার বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, জঙ্গী বিরোধী সচেতনাতামূলক কর্মকান্ড করে আসছে।