প্রধান মেনু

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) : আজ বিদ্যুৎ ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) এর যৌথ উদ্যোগে ‘বিদ্যুৎ উৎপাদন ও আঞ্চলিক ভারসাম্য’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক চাহিদা নিরূপণ এবং বিদ্যুৎ পৌঁছানোর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মহাব্যবস্থাপক কাওসার আমীর আলী।
কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস বলেন, বিদ্যুতের বর্তমান অবস্থা ব্যবসা প্রতিষ্ঠানে স্বস্তি এনে দিয়েছে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ থাকায় ব্যবসায়ীরা নিশ্চিন্ত মনে শিল্প-কারখানা স্থাপন করতে পারছে। এসব কর্মশালায় বেসরকারি সংস্থা হতে এবং অধস্তন দপ্তর হতে অংশগ্রহণকারী বাড়ানো উচিত। তুলনামূলক কম মূল্যের জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।