প্রধান মেনু

গাজীপুর থেকে সিলেট ইকোপার্কে ২ জেব্রা, ৬৭ পাখি

ইব্রাহিম মাহমুদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।।  গাজীপুরের শ্রীপুরের  অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে দুইটি জেব্রা ও বিভিন্ন প্রজাতির ৬৭ টি বিদেশী পাখি স্থানান্তর করা হয়েছে সিলেটের ইকো পার্কে। গত ২৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় ওই  প্রাণী ও পাখিগুলো পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ইকোপার্কের জন্য কেনা ২০১৪ সালে বিদেশ থেকে আমদানি করা ওই পাখি ও প্রাণীগুলো গাজীপুরের সাফারী পার্কে এতদিন লালন পালন করা হচ্ছিল। সিলেট বন বিভাগের ফরেস্ট বিট অফিসার চয়ন ব্রুত চৌধুরীর কাছে পাখি ও প্রাণীগুলো হস্থান্তর করা  হয়েছে। জেব্রা দুইটির মধ্যে একটি মাদী ও একটি পুরুষ, এছাড়াও ৪টি ম্যাকাউ, ৪টি আফ্রিকান গ্রে ৪টি ফানকুনিওর, ৩০টি লাভ বার্ডসহ মোট ৬৭টি বিভিন্ন বিদেশী পাখি সিলেট বন বিভাগের আওতাধীন টিলাগড় ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট ইকোর্পাকের ফরেস্ট বিট অফিসার চয়ন ব্রুত চৌধুরী জানান, ২০০৬ সালে ইকোপার্কটি তৈরী করা হয়। বর্তমানে ওই পার্কে কোন বিদেশী প্রাণী নেই। বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে নেয়া দুটি জ্রেবা ও পাখিগুলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আমি শতভাগ আশাবাদী। টিলাগড় ইকোপার্কটি হলো দেশের তৃতীয় ইকোপার্ক। সিলেট শহর থেকে ৮ কিলোমিটর উত্তর-পূর্ব কোণে ২০০৬ সালে ছোট ছোট কয়েকটি টিলা সমৃদ্ধ ১১২ একর বনের জমি নিয়ে ইকোপার্কটি প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে উদ্ভিদ সম্পদের প্রাচুর্য্যতার পাশাপাশি রয়েছে একটি চিড়িয়াখানা। এসব প্রাণী ও পাখিগুলো  সেখানেই নেয়া হচ্ছে।