প্রধান মেনু

সমা‌বেশের অনুম‌তি পাওয়ার আশা বিএন‌পির-রিজভি

বিএন‌পি কে সমাবেশ করার অনুম‌তি দেওয়া হ‌বে ব‌লে প্রত্যাশা ব্যক্ত ক‌রে‌ছেন দলের সিনিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।

মঙ্গলবার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে আ‌য়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এই আশাবাদ ব্যক্ত ক‌রেন।

শনিবার সকালে অজ্ঞাতনামা একটি জিডির পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ বেগম খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়।

যদিও প্রায় আড়াই ঘণ্টার ওই অভিযানে কিছুই পায়নি পুলিশ।

এর প্র‌তিবা‌দে রোববার দ‌লের স্থায়ী কমিটির সভায় প্র‌তিবাদ সভার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী পু‌লিশ ও গণঃপূর্ত বিভা‌গের কা‌ছে সমা‌বেশ কর‌তে অনুম‌তি চে‌য়ে‌ছ বিএন‌পি।

জিয়াউর রহমান খান
সিনিয়র রিপোর্টার/জাতীয় গোয়েন্দা সংবাদ