জাতীয়করণের চূড়ান্ত তালিকায় ২৮৫ কলেজ

জাতীয়করণের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে ২৮৫টি বেসরকারি কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের ২০শে এপ্রিলের এক চিঠিতে এসব কলেজের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের [সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ] নিকট হস্তান্তর করে রেজিস্ট্রিকৃত দানপত্র (Deed of Gift) জরুরী ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্নিষ্ট জেলা প্রশাসকদের এ কপি বিতরণ করা হয়েছে।
শিক্ষা বিষয়ক দেশের একমাত্র অনলাইন জাতীয় পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের হাতে রয়েছে তালিকাটি।
তালিকায় রয়েছে, ঢাকার সাভার কলেজ, ইস্পাহানী ডিগ্রী কলেজ, পদ্মা কলেজ, দোহার নবাবগঞ্জ কলেজ, মানিকগঞ্জের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রী কলেজ, সিঙ্গাইর ডিগ্রী কলেজ, বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয়, মতিলাল ডিগ্রী কলেজ, নারায়নগঞ্জের সোনারগাঁও ডিগ্রী কলেজ, কদম রসুল কলেজ, মুড়াপাড়া কলেজ, রাজাবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ, কালুখালী কলেজ,বালিয়াকান্দি কলেজ, মুন্সীগঞ্জের বিক্রমপুর কে বি ডিগ্রী কলেজ, বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রী কলেজ, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রী কলেজ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, কালীগঞ্জ শ্রমিক কলেজ, নরসিংদীর হোসেন আলী কলেজ, রায়পুরা কলেজ, মনোহরদী ডিগ্রী কলেজ ও পলাশ শিল্পাঞ্চল কলেজ। শরীয়তপুরের এম এ রেজা ডিগ্রী কলেজ,শামসুর রহমান ডিগ্রী কলেজ, বি. কে নগর বঙ্গবন্ধু কলেজ, পূর্ব মাদারীপুর কলেজ, ফরিদপুরের সালথা কলেজ, ময়মনসিংহের ভালুকা ডিগ্রী কলেজ, ধোবাউড়া আদর্শ কলেজ, নজরুল কলেজ, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজ, ফুলপুর ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, শহীদ স্মৃতি আদর্শ কলেজ, কিশোরগঞ্জের করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুর কলেজ, হোসেনপুর ডিগ্রী কলেজ, রোটারী ডিগ্রী কলেজ, কটিয়াদী কলেজ, কুলিয়ারচর ডিগ্রী কলেজ, মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়া কলেজ, মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ, নেত্রকোনার তেলিগাতী ডিগ্রী কলেজ, বারহাট্রা কলেজ, কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ, কলমাকান্দা ডিগ্রী কলেজ, কেন্দুয়া ডিগ্রী কলেজ, পূর্বধলা ডিগ্রী কলেজ;টাঙ্গাইলের শামছুল হক মহাবিদ্যালয়, সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজ, জোবেদা রুবেয়া মহিলা কলেজ, গোপালপুর কলেজ, জি. বি. জি. কলেজ, মির্জাপুর কলেজ, মধুপুর কলেজ, ধনবাড়ী কলেজ, জামালপুরের এ কে মেমোরিয়াল ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু কলেজ, ইসলামপুর কলেজ, শেরপুরের হাজী জাল মামুদ কলেজ, আদর্শ মহাবিদ্যালয়, নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, চট্টগ্রাম জেলার চুনতি মহিলা (ডিগ্রী)কলেজ,
সীতাকুন্ড মহিলা কলেজ, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, আলাওল ডিগ্রী কলেজ, নিজামপুর কলেজ, আনোয়ারা কলেজ, রাঙ্গুনিয়া কলেজ, হাটহাজারী কলেজ, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, রাউজান কলেজ; কক্সবাজারের রামু ডিগ্রী কলেজ, কুতুবদিয়া কলেজ, চকরিয়া ডিগ্রী কলেজ,টেকনাফ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, রাঙ্গামাটির কাচালং ডিগ্রী কলেজ, নানিয়ারচর কলেজ, কর্ণফুলি ডিগ্রী কলেজ, কাউখালী ডিগ্রী কলেজ,রাজস্থলী কলেজ, খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রী কলেজ, পানছড়ি ডিগ্রী কলেজ, মহালছড়ি কলেজ, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ, মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ, গুইমারা কলেজ; বান্দরবনের মাতামুহুরী কলেজ, হাজি এম এ কালাম ডিগ্রী কলেজ, রুমা সাঙ্গু কলেজ, নোয়াখালীর সোনাইমুড়ি কলেজ, সৈকত ডিগ্রি কলেজ, ফেনীর ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজ, লক্ষ্মীপুরের হাজিরহাট উপকূল কলেজ, কুমিল্লার বঙ্গবন্ধু কলেজ, কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রী কলেজ, মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, নীলকান্ত ডিগ্রী কলেজ, দোল্লাই নোয়াবপুর কলেজ, শ্রীকাইল কলেজ, লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী
কলেজ, লালমাই কলেজ, হোমনা ডিগ্রী কলেজ, মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজ, ব্রাহ্মণবাড়ীয়ার শহিদ স্মৃতি ডিগ্রী কলেজ, নাসির নগর (ডিগ্রী) মহাবিদ্যালয়,বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজ, সারাইল ডিগ্রী কলেজ, ফিরোজ মিয়া কলেজ,আদর্শ মহাবিদ্যালয়; চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ,বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ,ছেংগারচর ডিগ্রী কলেজ, মতলব ডিগ্রী কলেজ, হাইমচর মহাবিদ্যালয়, হাজীগঞ্জ মডেল কলেজ, করফুলেন্নেছা মহিলা
কলেজ, সিলেটের গোয়াইনঘাট ডিগ্রী কলেজ, ইমরান আহমেদ মহিলা কলেজ, বালাগঞ্জ ডিগ্রী কলেজ, ফেঞ্চুগঞ্জ
ডিগ্রী কলেজ, ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ,
কানাইঘাট ডিগ্রী কলেজ, বিশ্বনাথ কলেজ,
দক্ষিণ সুরমা কলেজ, মদনমোহন কলেজ,
গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী
কলেজ, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ডিগ্রী
কলেজ, শাহজালাল কলেজ, জনাব আলী
ডিগ্রী কলেজ, নবীগঞ্জ কলেজ ও আলিম
সোবহান চৌধুরী কলেজ।
তালিকায় আরো রয়েছে, মৌলভীবাজারের
বড়লেখা ডিগ্রী কলেজ, কুলাউড়া ডিগ্রী
কলেজ, রাজনগর ডিগ্রী কলেজ, কমলগঞ্জ
গণ-মহাবিদ্যালয় (অর্নাস কলেজ),
তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রী
কলেজ, সুনামগঞ্জের বাদাঘাট ডিগ্রী
কলেজ, দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজ,
ছাতক ডিগ্রী কলেজ, দিরাই ডিগ্রী কলেজ,
ধর্মপাশা ডিগ্রী কলেজ, দোয়ারাবাজার
ডিগ্রী কলেজ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ,
রাজশাহী জেলার মোহনপুর ডিগ্রি কলেজ,
শাহদৌলা ডিগ্রি কলেজ, বানেশ্বর কলেজ,
নওহাটা ডিগ্রি কলেজ, ভবানীগঞ্জ
বিশ্ববিদ্যালয় কলেজ, সরদাহ মহাবিদ্যালয়,
আব্দুল করিম সরকার কলেজ, দাওকান্দি
ডিগ্রী কলেজ, গোদাগাড়ী কলেজ;
জামালগঞ্জ ডিগ্রী কলেজ, শাল্লা ডিগ্রী
কলেজ, চাপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ
আলী কলেজ, ভোলারহাট মহিলা কলেজ,
নাটোর বড়াইগ্রাম অর্নাস কলেজ, শহীদ
নজমুল হক ডিগ্রি কলেজ, বাগাতিপাড়া
ডিগ্রি কলেজ, গোপালপুর আদর্শ মহিলা
ডিগ্রি কলেজ, পাবনার সাঁথিয়া ডিগ্রি
কলেজ, আটঘরিয়া মহাবিদ্যালয়, চাটমোহর
ডিগ্রি কলেজ, বেড়া কলেজ, হাজী জামাল
উদ্দিন ডিগ্রি কলেজ, ডা. জহুরুল কামাল
ডিগ্রী কলেজ, সিরাজগঞ্জের বঙ্গমাতা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল
কলেজ, বেলকুচি কলেজ, বেগম নুরুণ নাহার
তর্কবাগীশ আর্নাস কলেজ, হাজী কোরাপ
আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ,
চৌহালী ডিগ্রী কলেজ;
নওগাঁর ধামুইরহাট এম এম ডিগ্রী কলেজ,
পোরশা ডিগ্রী কলেজ, শের-এ-বাংলা
(ডিগ্রি) মহাবিদ্যালয়, মান্দা মমিন
শাহানা ডিগ্রী কলেজ, নিয়ামতপুর কলেজ,
বগুড়ার কাহালু ডিগ্রি মহাবিদ্যালয়,
সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা
কলেজ, নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজ,
শিবগঞ্জ এম. এইচ মহাবিদ্যালয় ও শেরপুর
কলেজ।
রংপুরের শাহ আব্দুল রউফ কলেজ, গংগাচড়া
ডিগ্রি কলেজ, হারাগাছ ডিগ্রি
মহাবিদ্যালয়, পায়রাবন্দ বেগম রোকেয়া
স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়, পীরগাছা
কলেজ, তারাগঞ্জ ওয়াকফ এষ্টেট কলেজ,
বদরগঞ্জ ডিগ্রী কলেজ, নীলফামারীর
ডিমলা মহিলা মহাবিদ্যালয়, সৈয়দপুর
কলেজ, জল ঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়,
কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজ, গাইবান্ধার
ফুলছড়ি ডিগ্রি কলেজ, বোনারপাড়া
ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ কলেজ,
সাদুল্লাপুর ডিগ্রি কলেজ, সুন্দরগঞ্জ ডি.
ডব্লিউ ডিগ্রি কলেজ, কুড়িগ্রামের
রাজিপুর ডিগ্রি কলেজ, চিলমারী ডিগ্রি
কলেজ, নাগেশ্বরী কলেজ, ভুরুঙ্গামারী
ডিগ্রি কলেজ, মীর ইসমাইল হোসেন কলেজ,
রৌমারী ডিগ্রী কলেজ।
দিনাজপুরের বিরামপুর কলেজ,
আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, বীরগঞ্জ
ডিগ্রি কলেজ, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজ,
কাহারোল ডিগ্রী কলেজ, পার্বতীপুর
ডিগ্রি কলেজ, হাকিমপুর ডিগ্রী কলেজ,
ঘোড়াঘাট ডিগ্রী কলেজ, চিরিরবন্দর
ডিগ্রী কলেজ, বিরল ডিগ্রী কলেজ,
পাকেরহাট ডিগ্রী কলেজ, লালমনিরহাটের
আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, আদিতমারী
ডিগ্রী কলেজ, করিম উদ্দিন পাবলিক
কলেজ, ঠাকুরগাঁওয়ের মোসলেম উদ্দিন
মহাবিদ্যালয়, পঞ্চগড়ের দেবীগঞ্জ ডিগ্রি
কলেজ, পাথরাজ মহাবিদ্যালয়, বঙ্গবন্ধু
ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয়,
তেতুলিয়া ডিগ্রী কলেজ, খুলনার শাহপুর
মধুগ্রাম কলেজ, ফুলতলা মহিলা কলেজ,
পাইকগাছা কলেজ, নর্থ খুলনা কলেজ, এম এ
মজিদ ডিগ্রী কলেজ, বটিয়াঘাটা (ডিগ্রি)
মহাবিদ্যালয়;
যশোরের নওয়াপাড়া মহাবিদ্যালয়,
চৌগাছা ডিগ্রি কলেজ, শহীদ মশিয়ূর
রহমান ডিগ্রি কলেজ, কেশবপুর ডিগ্রী
কলেজ, মণিরামপুর ডিগ্রী কলেজ, শহীদ
সিরাজ উদ্দিন হোসেন বিশ্ববিদ্যালয়,
বাগেরহাটের শহীদ শেখ আবু নাসের মহিলা
ডিগ্রি কলেজ, ফকিরহাট ফজিলাতুননেছা
মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়,
রামপাল ডিগ্রি কলেজ, বঙ্গবন্ধু মহিলা
ডিগ্রি কলেজ, জাতির জনক বঙ্গবন্ধু মহিলা
মহাবিদ্যালয়, সিরাজউদ্দীন মেমোরিয়াল
কলেজ, শরণখোলা ডিগ্রী কলেজ,
ঝিনাইদহের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ,
কুষ্টিয়ার শেখ ফুজিলাতুন্নেছা মুজিব
মহিলা কলেজ, খোকসা কলেজ, ভেড়ামারা
মহিলা কলেজ, কুমারখালী কলেজ,
চুয়াডাঙ্গার জীবন নগর আদর্শ মহিলা
ডিগ্রি কলেজ, সাতক্ষীরার খান বাহাদুর
আহছান উল্লাহ কলেজ, কালীগঞ্জ কলেজ,
মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান
কলেজ, বিহারীলাল শিকদার মহাবিদ্যালয়,
শ্রীপুর ডিগ্রী কলেজ, নড়াইলের শহীদ
আবদুস সালাম ডিগ্রী কলেজ,
বরিশাল জেলার শহীদ আব্দুর রব
সেরনিয়াবাদ ডিগ্রী কলেজ, আবুল কালাম
ডিগ্রী কলেজ, শেরে বাংলা ডিগ্রী
কলেজ, হিজলা ডিগ্রী কলেজ, পাতারহাট
আরসি কলেজ, মুলাদী কলেজ, ভোলার
তজমুদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতখান আবু
আবদুল্লাহ কলেজ, আব্দুল জব্বার কলেজ,
মনপুরা ডিগ্রী কলেজ, ঝালকাঠীর
তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি
কলেজ, নলছিটি ডিগ্রি কলেজ, রাজাপুর
ডিগ্রি কলেজ, পিরোজপুরের কাউখালী
মহাবিদ্যালয়, বঙ্গমাতা বেগম
ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয়,
পটুয়াখালীর আবদুর রসিদ তালুকদার ডিগ্রি
কলেজ, গলাচিপা ডিগ্রি কলেজ,
সুবিদখালী ডিগ্রি কলেজ, জনতা কলেজ,
রাঙ্গাবালী কলেজ, মোজাহার উদ্দিন
বিশ্বাস ডিগ্রী কলেজ, বরগুনার তালতলী
ডিগ্রি কলেজ, হাজী জালাল উদ্দিন
মহিলা ডিগ্রি কলেজ, বামনা ডিগ্রি
( হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির- সিনিয়র রিপর্টার, রাজশাহী)