প্রধান মেনু

ছিনতাই

গত ১৩/০৪/২০১৭ইং তারিখে চৌরঙ্গী বাজার হতে বাড়ি আসা পথে সন্ধ্যা ৭.০০ টার দিকে একজন ব্যবসায়ীকে পথের মধ্যে আনুমানিক ৪/৫ জন মানুষ অতর্কিতভাবে আক্রমন করে। আক্রমণকারীরা তাকে আহত করে এবং তার কাছ থেকে টাকা ছিনতাই করে। প্রথমে তাকে পাকেরহাট হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর হাসপাতালে নেয়া হয়। ব্যবসায়ীর নাম- অনিল চন্দ্র রায় (আয়তু), পিতা- উপেন চন্দ্র রায, গ্রাম-গোয়ালপাড়া, ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন, উপজেলা- খানসামা, জেলা-দিনাজপুর।

(সবুজ চন্দ্র অধিকারী, জেলা প্রতিনিধি, দিনাজপুর)