প্রধান মেনু

হাতীবান্ধায় নিরাপদ বিদ্যালয় প্রকল্প বিষয়ক সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাদাঃ লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ বিদ্যালয় প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। রোববার দুপুরে সিন্দুর্না লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবুলের সভাপতিত্বে স্কুল হলরুমে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী সফিকুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনরঞ্জন রায়, হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নূরল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, রির্সোস সেন্টারের উপ-পরিদর্শন আবু বক্কর সিদ্দিক, ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী প্রমুখ। উল্লেখ্য, প্রকল্পটি উপজেলার তিস্তা নদী তীরবর্তী ডাউয়াবাড়ী ও সিন্দুর্না ইউনিয়নে শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ , নদী পারাপারের জন্য নৌকা , বিদ্যালয়ের গৃহ নির্মাণ, ওয়াশরুম সহ নানবিধ উন্নয়ন কার্যক্রম চালিয়ে আসছে।