প্রধান মেনু

সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদানে দেশ এগিয়ে যাচ্ছে —বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরাণীগঞ্জ, ৯ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদানের জন্যই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্যাপটিভ ছাড়াই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হতে ৮,৭১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কর্মসংস্থান সৃজনেও বেসরকারি খাতের অবদান লক্ষ্যণীয়। গুণগত মানসম্পন্ন শিক্ষা বিস্তারে বেসরকারি খাতের আরো কাজ করার সুযোগ রয়েছে।

সম্মিলিত উদ্যোগে ক্রমান্বয়ে বাংলাদেশ সোনার বাংলার দিকে ধাবিত হচ্ছে। প্রতিমন্ত্রী আজ কেরাণীগঞ্জে ‘বসুন্ধরা বিটুমিন প্লান্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উল্লেখ্য, বাংলাদেশে বিটুমিনের বার্ষিক চাহিদা ৫ লাখ থেকে ৬ লাখ মেট্রিক টন। সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড হতে বার্ষিক ঊৎপাদন হয় ৫০ হাজার থেকে ৬০ হাজার মেট্রিক টন। অবশিষ্ট বিটুমিন আমদানি করা হয়। ২০২১ সালের মধ্যে বসুন্ধরা বিটুমিন প্লান্ট–এর উৎপাদন ক্ষমতা হবে ৯ লাখ মেট্রিক টন।