প্রধান মেনু

মোঃ আজিজুর রহমান ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিযুক্ত

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে গত ১৬ অক্টোবর তাঁকে এ পদে নিযুক্ত করা হয়।

আজ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোঃ আজিজুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেন্সর বোর্ডের সদস্য প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোহাম্মদ আজহারুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমির হোসেন, বাংলাদেশ বেতারের প্রাক্তন উপ-পরিচালক কবি জাহিদুল হক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু এবং চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক মোঃ ইফতেখার উদ্দিন (নওশাদ) উপস্থিত ছিলেন।

বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোঃ আজিজুর রহমান তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জাতীয় সংসদ সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।