প্রধান মেনু

‘মুজিব শতবর্ষে বৃক্ষ কর্নার’ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ঢাকা, ১১ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষীকে স্মরণীয় করে রাখতে আজ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরাল স্থাপন করে ‘মুজিবশতবর্ষে বৃক্ষ কর্নার’ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

মন্ত্রী বলেন, ‘আমরা যারা দেশ সেবার ব্রত নিয়ে কাজ করছি তাদেরকে জাতির প্রয়োজনে এগিয়ে আসতে হবে। শুধু বিজ্ঞানী হলেই হবে না, আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে। তিনি আরো বলেন, এই বৃক্ষ কর্নারের মাধ্যমে যে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তা বজায় রাখার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে।’

পরিষদের লাইব্রেরিতে পাঠকদের জন্য বঙ্গবন্ধু কর্নার স্থাপন, বঙ্গবন্ধুর রচিত বই বিজ্ঞানীদের মাঝে বিতরণ, গৃহহীনদের ঘর নির্মাণ, বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনার ওপর গ্রন্থ প্রকাশ এবং গবেষণার জন্য বঙ্গবন্ধু গোল্ড মেডেল প্রদানসহ বিসিএসআইআর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো এই মুজিব শতবর্ষে বৃক্ষ কর্নার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ।