প্রধান মেনু

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৩৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৫৫ ট্রাকের মাধ্যমে ১৪৬ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে।

প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১৪ হাজার ৬ শত ৫০ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার ৪ শত ৯ প্যাকেট শিশুখাদ্য, ৫০ হাজার কার্টন ঔষধ, ৫৫ হাজার ৩ শত ৩০ পিস পোশাক, ৬ হাজার ২০ পিস গৃহস্থালিসামগ্রী, ৬ পিস স্যানিটেশন সামগ্রী, ১ শত ৬০ পিস গৃহনির্মাণসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

 জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৭ মেট্রিক টন চাল, ৮১ মেট্রিক টন ডাল, ৯৮ হাজার ২ শত ২৯ লিটার তেল, ৬৩ মেট্রিক টন লবণ, ৮৭ মেট্রিক টন চিনি, ৯ হাজার ৪ শত ৮ কিলোগ্রাম আটা, ৮১ হাজার ৪ শত ৭০ কিলোগ্রাম গুঁড়ো দুধ, ২৫ কিলোগ্রাম মুড়ি, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।