প্রধান মেনু

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০, ৯ কোটি টাকার কারেন্ট জাল আটক ও সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ঢাকা, ১ কার্তিক (১৭ অক্টোবর):  মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ বাস্তবায়নের তৃতীয় দিন অর্থাৎ ১৬ অক্টোবর পর্যন্ত দেশের ৮টি বিভাগে ৪৪২টি মোবাইল কোর্ট ও ৩ হাজার ৫৯টি অভিযান পরিচালনা করা হয়, যার মাধ্যমে ৯ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৬৫ লাখ ৯৯ হাজার কারেন্ট জালসহ ৪৪৫ টি অন্যান্য অবৈধ জাল আটক করা হয়।

অবৈধভাবে মৎস্য আহরণের কারণে মৎস্য আইনের আওতায় ১৭৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয় এবং ৬ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। মামলা করা হয় ২৭৩টি এবং তিন দশমিক ৩৬ মেট্রিক টন ইলিশ মাছ আটক করা হয়।