প্রধান মেনু

বিসিএসআইআর-এ বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর চিত্র প্রদর্শনীর উদ্বোধন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক ও সংগ্রামী কর্মময় জীবনের সংগৃহীত দুর্লভ চিত্রপ্রদর্শনী এবং আলোচনা সভা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ধানমন্ডি ঢাকা ক্যাম্পাসের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মঙ্গলের জন্য তাঁর জীবন উৎসর্গ করে গেছেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু প্রতিচ্ছায়া হয়ে তাঁর অসম্পন্ন কাজগুলো তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রদর্শিত ছবিগুলো গভীর ভাবে দেখবে, এখানেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে। নতুন প্রজন্মের জাগ্রত করে তাদের মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে বিসিএসআইআর’র চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ এবং মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।