প্রধান মেনু

বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

বিশ্ব প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ঢাকায় আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক শিশুদেরকে প্রতিবন্ধী বলা বা এ হিসেবে চিহ্নিত করা উচিত নয়। এসব শিশু কারও বোঝা নয়। বরং সমাজ ও দেশের সম্পদ। তাদের অনেকক্ষেত্রে প্রতিভা রয়েছে। সঠিক পরিচর্যা ও সুন্দর পরিবেশ পেলে তারাও নিজেদেরকে প্রতিভাবান হিসেবে তুলে ধরতে পারে। সেজন্য পরিবার ও সমাজকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদেরকে পরিবার ও সমাজে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে।