বিটিভির ৫৩ বছরপূর্তিতে স্পিকারের শুভেচ্ছা ও অভিনন্দন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর ৫৩ বছরপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্পিকার আজ এক অভিনন্দনবার্তায় বলেন, দেশের প্রথম বাংলা টিভি হিসেবে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর যাত্রা শুরু করে বর্তমান বাংলাদেশ টেলিভিশন। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্মের পরের বছর থেকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশ, মাটি ও মানুষের কথা বলার প্রত্যয়ে কাজ করছে বাংলাদেশ
টেলিভিশন। বিনোদনের পাশাপাশি সরকারি গণমাধ্যম হিসেবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনের অন্যতম লক্ষ্য তথ্য সম্প্রচার, শিক্ষার বিস্তার এবং উন্নয়নের বার্তা তৃণমূলপর্যায়ে পৌঁছে দেওয়া। আর দীর্ঘ সময় ধরে বাংলাদেশ টেলিভিশন কাজটি সফলতার সাথে করে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে। এসময় তিনি বিটিভির সকল কর্তকর্তা, কর্মচারী ও শিল্পী, কলাকুশলীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।