প্রধান মেনু

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি

 ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর) : ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী মহাত্মা গান্ধী  আন্তর্জাতিক স্যানিটেশন কনভেনশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভারত সফররত পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ ভারতের নয়াদিল্লীতে ভারতের কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৮ অর্জন, গড় আয়ু ৭২ বছরে উত্তীর্ণসহ বাংলাদেশের বেশকিছু দ্রুত অগ্রগতিশীল খাতের কথা তিনি উল্লেখ করেন। অরুণ জেটলি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের দিকে আরো বেশি জোর দিতে হবে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ সরকার ভারতের সাথে বহুবিধ সম্পর্ক গড়ে তুলতে ভাল সম্পর্ক, বিশ্বাস, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি বলেন, তৃতীয় লাইন অভ্ধসঢ়; ক্রেডিটের আওতায় ৪৫০ কোটি ডলারের ঋণে ভারতের সঙ্গে বিদ্যুৎ, রেলপথ, সড়ক, জাহাজ চলাচল, বন্দরসহ অবকাঠামো খাতে ১৭টি অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ। প্রথম দুই লাইন অভ্ধসঢ়; ক্রেডিটের আওতাধীন প্রকল্পগুলোর বিষয়ও উল্লেখ করে তিনি প্রকল্পগুলো অনুমোদনের জন্য অরুণ জেটলিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনীতি ওতোপ্রোতভাবে জড়িত। মন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে বাংলাদেশের পাশে থেকে রোহিঙ্গাদের শর্তহীন প্রত্যাবর্তনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অর্থমন্ত্রী অরুণ জেটলি নদীগুলোর ভারতীয় অংশে ক্যাপিটাল ড্রেজিংসহ বাংলাদেশ ও ভারতের মধ্যকার জলখাতকে আরো সমৃদ্ধকরণসহ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন।