প্রধান মেনু

ফ্যাশনের ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বজয় করবে — তথ্যমন্ত্রী

ঢাকা, ২৪ মাঘ (৭ ফেব্রুয়ারি) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আগামী দিনে ফ্যাশনের ক্ষেত্রেও বিশ্বজয় করবে বলে  আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। আজ রাজধানীর একটি হোটেলে যমুনা গ্রুপের নতুন ফ্যাশন ব্র্যান্ড হুর এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক-সহ সকল মানদণ্ডে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। উন্নয়নের সব সূচকে পাকিস্তানকে এমনকি কিছু সূচকে ভারতকেও  পেছনে ফেলে এগিয়ে গেছে। এ সময় ফ্যাশনের ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে থাকবে না, আগামী দিনে বিশ্বজয় করবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষরা শুধু অন্য দেশের ফ্যাশন অনুকরণ করবে না, আমাদের ফ্যাশনও অনুকরণীয় হয়ে উঠবে।  হুর ব্র্যান্ডের চেয়ারপার্সন সুমাইয়া ইসলাম রোজালিনকে তার উদ্যোগের জন্য অভিনন্দন জানান মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি হাসানুল হক ইনু ব্র্যান্ডিং’ এর ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্বে পরিচিতির ক্ষেত্রে বাংলাদেশি পোশাকের ব্র্যান্ডিং অনেক গুরুত্বপূর্ণ। দেশের সীমানা পেরিয়ে হুর ব্র্যান্ডটি বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিতি এনে দিক, কামনা করেন তিনি।  যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রুপের ভাইস চেয়ারপারসন সালমা ইসলাম এমপি এবং আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। অনুষ্ঠানে মনোরম ফ্যাশন শো’র মাধ্যমে হুর ব্র্যান্ডের পোশাক প্রদর্শন করেন মডেলরা।