প্রধান মেনু

ফসলের পোকা মাকড়ের উপস্থিত সনাক্তকরণ ব্যবস্থাপনায় আলোক ফাঁদ স্থাপন

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছা গদাইপুর ইউনিয়নে হিতামপুর মৌজায় মঙ্গলবার সন্ধ্য়ায় পাইকগাছা উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের আয়োজনে পাইকগাছায় ফসলের পোকা মাকড়ের উপস্থিতি সনাক্তকরণ ব্যবস্থাপনায় আলোক ফাঁদ স্থাপন করা হয়।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল কৃষকদের উদ্দেশ্যে বলেন,নিরাপদ ফসল উৎপাদন,পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন উপকারী পোকা সংরক্ষন এলোপাতাড়ি কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রন ক্ষতিকর পোকার উপস্থিতি শনাত্তকরন ও পরবর্তীতে কমাবার ব্যবস্থা গ্রহন।এখানে উপস্থিত ছিলেন,উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা, উপ- সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায় শেখ তোফায়েল আহম্মেদ শেখ তোফায়েল আহমেদ তুহিন কৃষক, মোঃ মনিরুল ইসলাম, নুর ইসলাম আমিরুল শেখ শহিদ মোড়ল, সালাম সানা ও গফ্ফার গাজী।