প্রধান মেনু

পাইকগাছা উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস।

বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুরূপভাবে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দীন, মাসুদুর রহমান মন্টু, আছাবুর রহমান শিমুল ও সাংবাদিক এন ইসলাম সাগর। ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, মুশফেকা হুমায়ুন কবির পিন্টু, হোসনেয়ারা খানম, সুধাংশু মন্ডল, হাফিজুর রহমান ও প্রভাষক ময়নুল ইসলাম। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব, পঞ্চানন সরকার, ফজলুল আজম, প্রণব বিশ্বাস, মৃণাল কান্তি রায়, নূরে আলম সিদ্দিকী, প্রদেশ কুমার মল্লিক ও প্রাক্তন শিক্ষার্থী এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ৬ষ্ঠ স্থান অধিকারী এলাকার মেধাবী সন্তান সুজাতা আমিন বনানী।