প্রধান মেনু

পাইকগাছায় ৩ দিন ব্যাপি চিংড়ি চাষী প্রশিক্ষণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারীজ প্রোজেক্ট এর আওতায় চিংড়ি চাষীদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরদার ও ম্যাকানিক মঞ্জুরুল ইসলাম। প্রশিক্ষণে এলাকার
২৫ জন চিংড়ি চাষী অংশগ্রহণ করে।