প্রধান মেনু

পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

এস, এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় র‌্যালি ও আলোচনা সভায় মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও অভিবাসী কর্ম উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ও ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের সহযোগিতায় বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই-মেলে” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ও এ্যাডঃ শফিকুল ইসলাম কচি। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ওকাপের ফিল্ড অফিসার আজিজুল হক, প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদার, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, সাংবাদিক এন ইসলাম সাগর, শিক্ষক হাসানুজ্জামান, বিদেশ ফেরত প্রবাসী শেখ আহাদ ও সাহারা বেগম।