প্রধান মেনু

পাঁচবিবিতে পানি নিষ্কাশনের ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ

 পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়মানিক বাজারের পাকা রাস্তার পাশ দিয়ে বর্ষার পানি নিষ্কাশনের ড্রেনের ওপর স্থাপনা নির্মাণে করছে স্থানীয় এক প্রভাবশালী। সরকারি বিভিন্ন দফতরে স্থানীয় শতাধিক ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীদের স্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানাযায়, ছোট যমুনা নদীতে নিষ্কাশনের জন্য ইতিমধ্যেই উপজেলা পরিষদের অর্থায়নে ড্রেন নির্মাণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ বাঁকি অংশ টুকু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিলেও অবৈধ স্থাপনার কারনে ড্রেন নির্মাণ করা যাচ্ছেনা। দীর্ঘ ২৫ বছর পূর্বেও বাজারের পানি নিষ্কাশনের হতো এই ড্রেন দিয়ে। বর্ষা মৌসুমে স্থানীয় দোকানদার, জনসাধারন ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/শিক্ষকদের কাঁদা পানিতে চলাচল কষ্টসাধ্য ছিল। প্রতিকার না পেয়ে স্থানীয় জনসাধারন ও দোকানদারা, যৌথ উদোগে ড্রেন নির্মাণ কমিটি গঠন করা হয়। পরে তাঁরা অবৈধ স্থাপনা নির্মাণকারির সঙ্গে একাধিক বার বৈঠক করেও এর সমাধান না পেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেন। জয়পুরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন অভিযোগের কথা স্বীকার করে বলেন সার্ভিয়ার দ্বারা উক্ত জায়গা মেপে যদি জেলা পরিষদের জায়গা হয় তাহলে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে জনস্বার্থে ড্রেন নির্মানের ব্যবস্থা করা হবে।