প্রধান মেনু

পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাহাড়ের উন্নয়ন করতে হবে — বীর বাহাদুর উশৈসিং

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) : মানুষের জীবন-জীবিকা ও পানির অন্যতম উৎস পাহাড়। মানুষের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে পাহাড়ের ভূমিকা অপরিসীম। পাহাড়কে কেন্দ্র করে পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাহাড়ের উন্নয়ন করতে হবে। আজ আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। মন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় ২২ শতাংশ পার্বত্য অঞ্চল। পাহাড় পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছে।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও পর্বতের গুরুত্ব রয়েছে। পাহাড় থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই, পাহাড় জীববৈচিত্রঈ রক্ষা করে। যত্রতত্র পাহাড় ও বন উজাড়ের কারণে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের বাঁচার প্রয়োজনে পাহাড়কে রক্ষা করতে হবে। মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পাহাড়ের উন্নয়নের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী বছর পার্বত্য তিন জেলায় মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার মাধ্যমে ২ লাখ গাছের চারা লাগানো হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার আহমেদ, ইউএনডিপির প্রতিনিধি প্রসেনজিত চাকমা প্রমুখ।