প্রধান মেনু

দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা গ্রহণ করতে হবে রংপুরে আলোচনা সভায় টিপু মুনশি

পীরগাছা (রংপুর), ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি): বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশকে করোনামুক্ত করতে ও সুস্থ থাকতে হলে সবাইকে টিকা নিতে হবে। ভয় পাবার কোনো কারণ নেই। এ টিকা সম্পূর্ণ নিরাপদ। মিথ্যা প্রচারণায় কান দেয়া চলবে না। আমরা যে যে অবস্থানে আছি, সেই অবস্থানে থেকেই দেশের সাধারণ মানুষকে টিকার গুরুত্ব বোঝাতে হবে। টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

মন্ত্রী আজ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে রংপুরে পীরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। পৃথিবীর বহু দেশ এখনও করোনার টিকা সংগ্রহ করতে পারেনি, কিন্তু বাংলাদেশ শুরুতেই টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের কারণেই এটা সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ করোনা মোকাবিলায় সফল। সবাই টিকা গ্রহণ করলে বাংলাদেশ করোনা মুক্ত হবে।

পীরগাছা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী সরকার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস প্রমুখ।