প্রধান মেনু

ডেঙ্গু মোকাবিলায় জনগণকেও এগিয়ে আসতে হবে —স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আজ রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।  শুধু সরকারি প্রচেষ্টা নয় জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে  শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠানে এডিস মশা নিধনে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অতীতে ম্যালেরিয়া বা কলেরার প্রাদুর্ভাব যেভাবে কমে এসেছে তেমনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর প্রকোপও কমে আসবে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে মন্ত্রী প্রতিযোগীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।