প্রধান মেনু

টাঙ্গাইলের স্মৃতিসৌধের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

টাঙ্গাইল, ২৩ মাঘ (৬ ফেব্রুয়ারি): কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ১৯৭৫ এর পর ২১ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু সত্যকে কখনই আড়াল করা যায় না। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, মুক্তিযুদ্ধের প্রজন্মকেই সঠিক ইতিহাস তুলে ধরার দায়িত্ব নিতে হবে। মন্ত্রী আজ টাঙ্গাইলে বধ্যভূমি সংরক্ষণ ও সংস্কার এবং নবরূপে নির্মিত স্মৃতিসৌধ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের নয় মাসব্যাপী পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা নির্যাতন ও গণহত্যা চালায়। দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। তিনি জানান, টাঙ্গাইলের সৃষ্টি হাউসের পেছনে পানির ট্যাংক এলাকা মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমি হয়ে ওঠে। মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই ডাকে মুক্তিকামী মানুষ প্রশিক্ষিত পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দেশ স্বাধীন করে। জেলা প্রশাসক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন ও তানভির হাসান ছোট মনির।