প্রধান মেনু

টঙ্গীতে ৫৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা

মোঃ শাহজালাল দেওয়ান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ  টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওযার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপিকে চতুর্থ বারের মতো নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে গতকাল সোমবার টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামীগীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাসেত খাঁনের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্টিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যাক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন সরকার,সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ মোঃ ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহম্মেদ,স্বাস্থ বিষয়ক সম্পাদক জাকির হাছান খোকন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজাহার উদ্দিন,মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা আলহাজ্ব মোঃ কাজী মেলিম, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার, দপ্তর সম্পাদক আলাউদ্দিন মিয়া ,জয় সরকার, গাজীপুর জজ কোর্টেও স্পেশাল পিপি এড.মোঃ শাহজাহান , আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ আনোয়র হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রবিউল ইসলাম চঞ্জল,কাজী সাকের,সাজিদ খান, কাজী আলতাফ হোসেন বকুল,মুকুল সরকার,এম এম নাসির উদ্দিন, আলহাজ্ব শহিদুল্লা মিয়া,সালাম খান, হাজী মোঃ শাহআলম, ,মোহাম্মদ বাবু ,আবদুস সালাম বেপারি প্রমুখ। মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিগত কয়েক বছরে এমপি জাহিদ আহসান রাসেল টঙ্গী তথা গাজীপুরের স্কুল-কলেজ-মাদ্রাসাসহ এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আগামীতে তাকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। যাতে তিনি এলাকার
উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারেন।