প্রধান মেনু

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম ওরফে পচা (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত আমিরুল ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অপহরণ, চাঁদাবাজির ১৩টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) রাত সোয়া ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার গুড়পাড়া-ভাতুড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত, আমিরুল ইসলাম পচা উপজেলার ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার গুড়পাড়া-ভাতুড়িয়া সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হরিণাকুণ্ডু উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত আমিরুল ইসলাম পচার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অপহরণ, চাঁদাবাজির ১৩টিরও বেশির মামলা রয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।