প্রধান মেনু

চিলমারীতে ‘যৌন হয়রানিকারী’ শিক্ষকের শাস্তি দাবি

মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ‘যৌন হয়রানিকারী’ শিক্ষক জিয়াউর রহমান জিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি’ চিলমারী শনিবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ মানববন্ধনের আয়োজন করে। ‘যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি’-এর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা রুকুনুজামান শাহিন, ছাত্রলীগের চিলমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ প্রমূখ। প্রসঙ্গগত, শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী একই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক জিয়াউর রহমান জিয়ার কাছে প্রাইভেট পড়তে গেলে শীলতাহানির শিকার হয়। পরে ওই ছাত্রী ফিরে গিয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।

এ ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা বিকেল ৩টার দিকে অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান জিয়ার বাড়ীতে হামলা চালিয়ে তাকে আটক করে মারধর করে। পরে ওই ছাত্রী বিষয়টি লিখিত আকারে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। এ ঘটনায় সন্ধ্যায় আপোষ মিমাংসা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসা হলেও কোন সুরাহা না হওয়ায় অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান জিয়াকে পুলিশে সোপর্দ করা হয়। পরিক্ষায় অসাদুপায়: চিলমারীতে ৩ শিক্ষার্থী বহিস্কার মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে এস,এস,সি ও সমমান পরিক্ষার প্রথম দিনে ৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামসুজ্জোহা পরিক্ষায় অসাদুপায় করায় ওই ৩ শিক্ষার্থীকে বহিস্কার করে। বহিস্কার ৩ শিক্ষার্থী হলো এস,এস,সি (ভোকেশনাল শাখার) মো. তাহের মন্ডল, মো. আব্দুল মালেক ও নুসরাত জাহান নিশি। চিলমারী উপজেলা একাডেমীক সুপার ভাইজার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।