প্রধান মেনু

চিরিরবন্দরে প্রতিবন্ধীকে ধর্ষনের সাথে জড়িত ধর্ষকের কঠোর শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ মানসিক বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতা কন্যার মা আলতা বানু কন্যা ধর্ষনের সাথে জড়িত ধর্ষকের কঠোর শাস্তি দাবী করে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। গতকাল সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৮নং ছাইতারা ইউপি‘র খোচনা গ্রামের মো: আইয়ুব আলীর স্ত্রী আলতা বানু অভিযোগ করেন,আমার প্রতিবন্ধী মেয়ে একই গ্রামের প্রভাবশালী মুক্তিযোদ্ধা মো: শাহাবুল্যা সরকারের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে সে আমার কন্যা রেখা বানুকে ২ মাস ধরে গোপনে একাধিকবার জোর পূর্বক ধর্ষন করেছে।

পরে ধর্ষনের স্বীকার রেখা বানু বিয়ে করার জন্যে ধর্ষক শাহাবুল্যাকে চাপদিলে ধর্ষনের বিষয়টি গোপন রাখতে ধর্ষক শাহাবুল্যা আমার কন্যকে নানান রকমের ভয়ভীতি দেখায়। এবিষয়ে গত ২৫ আগষ্ট স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত শাহাবুল্যার বাড়িতে গিয়ে রেখাকে বিয়ে করতে বললে সে অস্বীকার করে। পরে ঘটনার সাথে জড়িত ধর্ষক শাহাবুল্যাকে আসামী করেচিরিরবন্দর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলাটি  গ্রহন করেনি।

পরবর্তীতে একই অভিযোগে উল্লেখিত শাহাবুল্যার বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত/২০০৩)-এর ৯(১) ধারা মতে দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেছেন ভিকটিমের মা আলতা বানু। মামলা নং ৫৭৮/১৯ নারী ও শিশু আদালত। আদালত মামলাটি পিবিআই এর নিকট তদন্তপূর্বক রির্পোট প্রদানের নির্দেশ দিয়েছেন।

এ দিকে মামলা তুলে নিতে আসামী শাহাবুল্যা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা আমার ও আমার কন্যার প্রান নাশের হুমকী প্রদান করছে। সংবাদ সম্মেলনে ভিকটিমের মা আলতা বানু অসহায় প্রতিবন্ধী ধর্ষনের দায়ে অভিযুক্ত শাহাবুর‌্যার কঠোর শাস্তির দাবী করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলতা বানু, ভিকটিম রেখা বানু ও স্থানীয় সাবেক মেম্বার মোঃ মোস্তফা কামাল, মোঃ এনামুল হক, সাবেক মৌলভী শিক্ষক মোঃ মমতাজ আলী, মো: আব্দুল্লাহ সরকার, মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।