প্রধান মেনু

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) : কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে আজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় অসহায়, কর্মহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে চট্টগ্রাম নির্মাণ শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের ৩১০ জন কর্মহীন ও অসহায় নির্মাণ শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি এবং এমএ ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে কর্মহীন প্রত্যেক নির্মাণ শ্রমিককে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু ও ১টি সাবান দেয়া হয়।

এদিকে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে ৭২ জন অসহায়, দুস্থ ব্যক্তির মাঝে ৭২০ কেজি চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

অন্যদিকে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় আজ ১৫০ জন অসচ্ছল ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ১৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন উপস্থিত থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। চাল, ডাল, আলু ইত্যাদি মিলিয়ে প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি খাদ্যসামগ্রী।

লক্ষ্মীপুর জেলায় আজ জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৭০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।