প্রধান মেনু

কুড়িগ্রামে স্বপ্ন বাঁচাই স্বপ্ন সাজাই শীর্ষক টাউনহল সেশন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে স্বপ্ন বাঁচাই স্বপ্ন সাজাই শীর্ষক টাউনহল সেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইউনিসেফ’র আয়োজনে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় শনিবার সকালে জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি হলরুমে সেশনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা ইয়াসমিন, সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। তাদেরকে এখন থেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশুনার পাশাপাশি নিজের স্বপ্নটুকু বাঁচিয়ে নতুন করে স্বপ্ন সাজানো কথা বলা হয়। এছাড়াও সেশনে ঢাকা রেডিও’র আলোকবর্বিকা অনুষ্ঠানের পরিচালক সজিব দত্ত বিভিন্ন সময়ে ট্রিপল ত্রি মোবাইলের মাধ্যমে বাল্যবিয়ে আটকানো কিশোরীদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।