প্রধান মেনু

কালীগঞ্জে প্রবাসির বাড়িতে “অপারেশন পি.এন্ড.এম” ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা

শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি ০২ নভেম্বর ২০১৮ঃ ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসির বাড়ি ভয়ঙ্কর আগুন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামের এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের দেওয়া আগুনে দুটি ঘর ও রান্না ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এরমধ্যে আগুনে একটি ঘরের মূল্যবান সব আসবাবপত্র পুড়ে গেছে। বাকি দুইটার আংশিক পুড়েছে। আগুন ধরিয়ে যাওয়ার আগে দূর্বৃত্তরা ঘরের দেওয়ালে “অপারেশন পি এন্ড এম” লেখা একটি স্টীকার রেখে গেছে। খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সবাইকে উদ্ধার করেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী জুলিয়া বেগম এবং ফারিয়া মাহমুদ এবং রোজ নামের দুই মেয়ে ঘুমিয়ে ছিল। তবে কি কারনে এই আগুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা বলতে পারেনি বাড়ির সদস্যরা। বাড়ির মালিক সৌদি প্রবাসি ফিরোজ আহমেদ। সে পাতবিলা গ্রামের মোঃ আয়ুব হোসেনের ছেলে। এ ঘটনার পর বাড়ির সদস্যরা ভিত হয়ে পড়েছে। ঘটনার পর থেকে তারা স্বাভাবিক হতে পারছে না। প্রবাসী ফিরোজ আহমেদের ছোট ভাই হারুন অর রশিদ জানান, দেশে যেভাবে জঙ্গি অভিযান পরিচালিত হচ্ছে, ঠিক তেমনভাবে এ সন্ত্রাসী অভিযান চালানো হয়েছে। আমাদের সঙ্গে পারিবারিক ও সামাজিক কারও কোনো বিরোধ নেই।

স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে ডাকাত সদস্যরা রয়েছেন। ফলে পুলিশের উপস্থিতিতে বাড়ির মেইনগেট ভেঙে বাড়িতে থাকা মা ও মেয়েদের উদ্ধার করা হয়।তারা ডাকাতের ভয়ে একটি ঘরে লুকিয়ে ছিল। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খুলে দেন। ইউপি মেম্বর নাসির উদ্দীন বলেন, শুক্রবার মধ্যরাতে (রাত ১টার দিকে) দূর্বুত্তরা প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এরপর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রাত দুটার দিকে তারা বাড়ির পূর্বপাশের একটি রুমের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়িতে থাকা সদস্যদের মোবাইলে সংবাদ পেয়ে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিই। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে বাড়ির সব জানালা দরজা বন্ধ পায়। একই সময় কালীগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌছায়। এসয় এলাকাবাসি জানায় বাড়ির ভিতরে ডাকাত সদস্যরা রয়েছে। ফলে পুলিশের উপস্থিতিতে বাড়ির মেইন গেট ভেঙ্গে বাড়িতে থাকা মা ও মেয়েদের উদ্ধার করা হয়। তিনি আরো জানান তারা ডাকাতের ভয়ে একটি ঘরে লুকিয়ে ছিল। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খুলে দেয়। কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী ঘটনার সতত্য শিকার করে জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগীতায় বাড়ির সবাইকে উদ্ধার করি। তবে কে বা কারা কি কারনে এই হামলা করেছে তা এখনি বলা যাচ্ছে না।