প্রধান মেনু

একতারপুর বাজার এখন মদ, গাঁজা, জুয়ার রাজত্বে পরিনত

কুষ্টিয়ার খোকসা থানার একতারপুর বাজার এখন মদ, গাঁজা, জুয়া, ফেন্সিডিল, রাজত্বে পরিনত হয়েছে।
জানাযায় কিছু অসৎ হিন্দু সম্পাদয়ের মদের কিছু লাইন্সেচ দিয়ে কুমারখালী মদের ডিলার থেকে মদ কার্ড দেখিয়ে শত শত লিটার মদ নিয়ে এসে চালাচ্ছে রমরমা ব্যবসা,

একতারপুরহাট, ইশ্বরদী, খাগড় বাড়ী সহ খোকসার বিভিন্ন স্থানে চলছে মদ, গাজাঁ, ফেন্সিডিল, ও হিরোইন এর কারবার

গোপন খবরে জানাযায় খোকসার কিছু কুচক্রী মহলের নেতা কর্মিরাই চালাচ্ছে এ ব্যবসা,এ দিকে প্রশাসন এর নিরব ভুমিকা পালন।
সে কারনে আজ খোকসা থানার কিছু শ্রেনীর নেশাখোর মাদকের নেশায় পাগল, দিশেহারা হয়ে ছুটছে সারাক্ষন, সকাল থেকে গভির রাত প্রযন্ত ঘরে বাহিরে রাস্তার মোড়ে গাজাঁ কেনা বেচা ও খাওয়ার আসর এমন কি মোবাইল যোগাযোগে পৌছে দেয়া হচ্ছে এ নেশাদ্রব্য তাদের হাতে,

পুরুষের পাশাপাশি নাড়ীরাও চালাচ্ছে এ ব্যবসা কিছু অসৎ কুচক্রী মহলের নেতা কর্মীদের ইসারায় প্রতি রাত্রেই চলছে তিনতাস ও জোয়ার আসর । মেতে উঠেছে মাদক ব্যবসায়ীরা

আর সেবন কারিদের জন্য গ্রামে হচ্ছে চুরি, ডাকাতি,আর বারছে ধার দেনা, এদিকে মদ,গাঁজা,ফেন্সিডিল ব্যবসায়ীরা টাকার পাহাড় গড়ছে ।
সেবনকারীরা হোয়ে উটছে, বেপরোয়া জানাজায় ঘরে শাকযোটেনা বাহিরে বাবুর আনা সংসার খরচের টাকা দিয়ে মেটায় মাদকের নেশা ঘরে ফিরে মেয়ে ছেলেদের উপর চালায় নির্যাতন।

সচেতন নাগরিকের দাবি এলাকায় যদি এ ভাবে নেশার রাজত্ব চলতে থাকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে। সে দিকে খেয়াল রেখে প্রশাসনের সুদৃষ্টি দেয়ার আহ্বান জানান এলাকাবাসী।

(মোঃ আকরাম হোসেন, কুষ্টিয়া)