প্রধান মেনু

উল্লাপাড়ায় ব্রাজিলের প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করেছেন সোহেল।

মোঃ ময়নুল হোসাইনঃআগামী ১৪ জুন শুরু হতে হচ্ছে রাশিয়া বিশ্বকাপ ফুটবল-২০১৮। এবারের বিশ্বকাপের ২১তম আসর। বরাবরের মতো এবারও দেশের ফুটবল প্রেমীরা প্রধানত দুইভাগে বিভক্ত । তাদের উৎসাহ-উদ্দীপনা-উত্তেজনা ব্রাজিল আর আর্জেন্টিনাকে ঘিরে। এছাড়া জার্মানি, স্পেন ও ফ্রান্স ঘিরেও কিছু সমর্থক আছে। তবে তাদের মধ্যে কোনো উত্তেজনা নেই। ব্রাজিল আর আর্জেন্টিনাকে ফাইনালে মুখোমুখি দেখতে চান বাংলাদেশের অধিকাংশ মানুষ। তাই প্রিয় দলের প্রতি নিজেদের সমর্থনের প্রমাণ দিতে চলছে নানা প্রতিযোগিতা।

সেই প্রতিযোগিতায় মেতেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের  শিবপুর গ্রামের বাসিন্দা মোঃ সোহেল । প্রিয় দলের প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করতে নিজের অর্থায়নে ৪০ জন ব্যক্তিকে  ৪০ টি ব্রাজিলের জার্সি গায়ে তুলে দিয়েছেন শিবপুরের সোহেল।শুধু তাই নয়, ৪০ হাত লম্বা  ব্রাজিলের পতাকাও  বানিয়েছেন তিনি।মোঃ সোহেল সামান্য একজন চায়ের দোকানদার হওয়ায় যা ইতোমধ্যে আলোড়ন তুলেছেন পুরো উল্লাপাড়ায়। তবে পাড়া-প্রতিবেশীদের ভেতর প্রতিপক্ষ দলের সমর্থকরা তার এই ব্রাজিলপ্রীতি ভালো চোখে দেখেননি।2010 সালে ব্রাজিল নেদারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর অনেকেই সোহেলকে নান ভাবে হেয় করে। এমনকি কেউ কেউ তাকে পাগল বলেও ডেকেছেন। এতো সব অপ্রীতিকর ঘটনা ব্রাজিলের প্রতি সোহেলের ভালোবাসা একটুও কমাতে পারেন