প্রধান মেনু

স্পিকারের সাথে জার্মান প্রতিনিধিদল প্রধানের সাক্ষাৎ

স্পিকার, সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ও ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে এসেম্বলিতে আগত জার্মান প্রতিনিধি দলের প্রধান আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
স্পিকার আইপিইউ এসেম্বলিতে আগত প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসেম্বলিকে বিশ্বের সর্ববৃহৎ মিলন মেলা আখ্যায়িত করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সংসদ ও সহযোগী সংস্থা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশকে এক অনন্য ঊঁচ্চতায় অধিষ্ঠিত করেছে।
জার্মান পার্লামেন্ট (বুনডেসটাগ) এর প্রেসিডেন্ট ও প্রতিনিধিদলের প্রধান Prof. Dr. Lammert Norbert সাক্ষাৎকালে বলেন, জার্মানি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ,উন্নয়ন অংশীদার এবং উভয় দেশের মধ্যে দীর্ঘদিন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। জার্মানি দীর্ঘদিন থেকে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেন। তিনি এ সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার বলেন, সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং দেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে পরিণত করেছেন উন্নয়নের রোল মডেলে। এর ফলে আর্থসামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। তিনি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ে বাংলাদেশের অগ্রগতির বিবরণ দেন। তিনি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জার্মান বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।